আর্কাইভ

বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের ৯০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আগৈলঝাড়া থানার এস.আই জহিরুল ইসলাম জানান, স্থানীয় ভাবে খবর পেয়ে গত বুধবার সকালে নিজ ঘরের বারান্দার রুয়ার সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় বৃদ্ধ জবেদ আলী খানের লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি জবেদ আলী পেটের পীড়া সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বৃদ্ধর লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

Back to top button