যাত্রীদের দূর্ভোগ চরমে- ঘন-কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত

নিজস্ব সংবাদদাতা ॥ ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌ-রুটসহ অভ্যান্তরীন রুটে নৌ-যান চলাচল শুক্রবার নির্ধারিত সময়ের ৫ থেকে ৬ ঘন্টা  পরে গন্তব্যে পৌছতে হচ্ছে। বৃহস্পতিবার ঢাকা ও বরিশাল দু’প্রান্ত থেকে ছেড়ে যাওয়া নৌযানকে রাতে মাঝপথে দাড়িয়ে থাকতে হয়েছে। ঘনকুয়াশার কারনে লঞ্চের সার্চলাইট গুলো একেবারেই অচল হয়ে পড়ে। ফলে লঞ্চগুলো মেঘনা নদীর চাঁদপুর, শরীয়তপুর, হাইমচর ও হিজলা উপজেলার বিভিন্ন স্থানে নোঙ্গর করে রাখা হয়। লঞ্চ স্টাফরা জানান লঞ্চগুলো ঘাট থেকে ছেড়ে কয়েক ঘন্টার অতিক্রম করলেই ঘন কুয়াশায় আটকা পড়ে। ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চগুলো গতকাল শুক্রবার ভোর ৪টায় বরিশাল ঘাটে পৌছার কথা থাকলেও সকাল ১০টার আগে কোনো লঞ্চ পৌছাতে পারেনি।