বরিশালে তিনদিনব্যাপী সাংস্কৃতিক মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে তিনদিনব্যাপী সাংস্কৃতিক মেলা। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট শওকত হোসেন হিরন বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগীতায় আয়োজিত মেলার মোট ২০টি ষ্টলে লোকজ কুটির শিল্প সামগ্রীর প্রদর্শন করা হয়ছে। মেলার উদ্বোধনের পর আঞ্চলিক ও লোকনৃত্য এবং  আবৃত্তি  ও আব্দুল জলিল বয়াতী এবং তার দলের জারি গান পরিবেশন করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিবেশন করা হয় আব্দুল কুদ্দুস ও তার দলের লাঠি খেলা, আবৃত্তি, চারন কবি মুকুন্দ দাস এবং কবি জীবনানন্দ দাসের গান। উদিচী শিল্প গোষ্ঠী পরিবেশন করে আঞ্চলিক ও লোকনৃত্য, নাটক সোনাই মাধব ও বিচার চাই।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস.এম আরিফ-উর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, এডিসি (শিক্ষা) পলাশ কান্তি বালা ও প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল।