আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

গতকাল শনিবার যোহর নামাজের পর (দুপুর আড়াইটার দিকে) শতাধিক বরযাত্রী কনের বাড়িতে আসেন। বর যাত্রীদের আপ্যায়ন শেষে বরের ছোট ভাই গোলাম রসুল হাবুল সন্যামাত ও তার ৪/৫ জন বন্ধুরা কনের বোনজামাতা শাহাদাত হাওলাদারের ছোট বোনকে (১৬) বিভিন্ন রকম উত্যক্ত শুরু করে। উপায়অন্তুর না পেয়ে তরুনী বিষয়টি তার ভাই শাহাদাতকে জানায়। শাহাদাত এর প্রতিবাদ করায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে বরের ছোট ভাই হাবুল ও তার বন্ধুরা শাহাদাতের ওপর হামলা চালায়। এ ঘটনায় কনের বাড়ির লোকজনে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শাহাদাত হোসেন হাওলাদার, হাবুল সন্যামাত, রেজাউল হোসেন, মোস্তফা সন্যামাত, নাছিমা বেগম, জাহানারা খানমসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য কাজী সালাউদ্দিন ওরফে ঠান্ডু বলেন, কনে ইয়াকুব আলীর নিকটতম আত্মীয় এক তরুনীকে উত্যক্ত করার ঘটনায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমিসহ এলাকাবাসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়া হয়েছে।