আর্কাইভ

মাহিলাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ

গৌরনদী সংবাদদাতা ॥ উপজেলার মাহিলাড়া গ্রামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করেছে তার যৌতুকলোভী স্বামী ও তার পরিবার। এ ঘটনায় রবিবার গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে জানা গেছে, মাহিলাড়া গ্রামের আদু সরদারের কন্যা নাজমা আক্তার রুবির সাথে একই গ্রামের আলাউদ্দিনের পুত্র সৌদী প্রবাসী মান্নান সরদারের গত ২০০৮ সনের ১১ মে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর গত ৭ জানুয়ারি সৌদী থেকে মান্নান দেশে ফিরে। ১০ ফেব্র“য়ারি ব্যবসার কথা বলে স্বামী মান্নান ও তার ভাই মনির সরদার, নকিবুল সরদার ও  শ্বশুর আলাউদ্দিন ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। তা দিতে অস্বীকার করায় রুবিকে প্রায়ই মারধর করা হয়। সর্বশেষ গত শনিবার তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জথম করা হয়েছে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় রুবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নাজমা আক্তার রুবি বাদি হয়ে স্বামীসহ ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।

আরও পড়ুন

Back to top button