চিটাগং কিংসের বিদায়-ঘণ্টা বাজিয়ে সেমি ফাইনালে বরিশাল বার্নার্স

নিজস্ব সংবাদদাতা ॥ আজকের মুখোমুখি লড়াইয়ের ওপর ওঠা নির্ভর করছিল চিটাগং কিংস ও বরিশাল বার্নার্সের সেমিফাইনালের। চিটাগং কিংসকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে বরিশাল বার্নার্স। তার সঙ্গে চিটাগংয়ের বিদায়-ঘণ্টাও বাজিয়ে দিয়েছে বরিশাল বার্নার্স।

সমীকরণ মিলিয়ে দেওয়ার ম্যাচে বরিশাল জয় পেয়েছে ৫ উইকেটে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫০ রান তোলে চিটাগং। জবাবে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৫ ওভার খেলে ১৫১ রান সংগ্রহ করে বরিশাল।

বরিশালের জয়ের নায়ক উদ্বোধনী দুই ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও ব্রাড হজ। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১০৯ রান। ৩০ বলে ৪৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শেহজাদ। আর ৩৬ বল খেলে ঝোড়ো গতিতে হজ তোলেন ৬৭ রান। ১৮ বলে ২৪ রান করেন মুস্টার্ড।

ম্যাচ শুরুর আগে সমীকরণটা ছিল এমন—বরিশাল বার্নার্স যদি চিটাগং কিংসের কাছে হেরে যায়, তাহলে সেমিফাইনালে উঠে যাবে চিটাগং কিংস। তবে শুধু জয় পেলেই শেষ চার নিশ্চিত হবে না বরিশালের। চিটাগংয়ের বিপক্ষে বরিশালকে জয় পেতে হবে হয় ৪০ রানের ব্যবধানে অথবা রান তাড়া করতে নেমে ১৬ ওভারের মধ্যে। শেষ হিসাবটাই মিলিয়ে দিয়েছে বরিশাল।

গৌরনদী ডটকম’র পরিবারের পক্ষ থেকে বরিশাল বার্নার্সেকে অভিনন্দন

সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ১৫০/৯ (২০ ওভার)
জেসন ৪২, ব্রাভো ২৬,
ইয়াসির ২৫/৩, নাজমুল ২৪/২

বরিশাল বার্নার্স: ১৫১/৫ (১৫ ওভার)
হজ ৬৭, শেহজাদ ৪৩
সানি ২১/২, এনামুল ২৩/২

টস: বরিশাল বার্নার্স
ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী।