আর্কাইভ

সেমি-ফাইনালে বরিশাল বার্নাস – বরিশাল বার্নাসের বিজয়ে গৌরনদীতে আনন্দ মিছিল

গৌরনদী সংবাদদাতা ॥ বিপিএল’এর কোয়ালিফাই টার্গেটের মাধ্যমে বরিশাল বার্নাসের বিজয়ে রবিবার রাতে গৌরনদীতে আনন্দ মিছিল করেছে ক্রীকেট প্রেমিরা।

খেলা শেষ হওয়ার সাথে সাথে গৌরনদী বাসষ্ট্যান্ড, বন্দর, টরকী বন্দর, পৌর এলাকার গেরাকুলসহ বিভিন্নস্থানের ক্রিকেট প্রেমিরা আনন্দ মিছিল বের করে। ক্রিকেট প্রেমী গেরাকুল মহল্লার শরীফ মোঃ জামাল মোবাইল ফোনে এ প্রতিনিধির কছে বলেন, সেমিফাইনালে বরিশাল বার্নাসের খেলা নিশ্চিত হওয়ায় এখন আমাদের দল (বরিশাল বার্নাস) ফাইনালে খেলবে বলেও আমরা আশা করছি।

আরও পড়ুন

Back to top button