বিপিএল’র ফাইনাল খেলার সমর্থন নিয়ে গৌরনদীতে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব সংবাদদাতা ॥ বিপিএল’র ফাইনাল খেলার সমর্থন নিয়ে গৌরনদী পৌর এলাকার আশোকাঠী মহল্লায় দু’গ্রুপের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়গ্র“পের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সূত্রপাতটি খেলা চলাকালীন বুধবার রাত সাড়ে সাতটার দিকে হলেও ওইদিন রাত সাড়ে এগারোটা পর্যন্ত চলে উভয়গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া।

প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, বিপিএল’র ফাইনাল খেলা উপভোগ করার জন্য ক্রিকেটপ্রেমীরা উপজেলা হাসপাতালের সম্মুখে (আশোকাঠী বাসষ্টান্ডে) ব্যাপক আয়োজন করেন। খেলা চলাকালীন সময় রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় মামুন সরদার পাকিস্তানের খেলোয়াড় আফ্রিদির পক্ষে ঢাকা দলের সমর্থন করায় স্থানীয় জহির সরদার তার বিরোধীতা করে বরিশাল বার্নাসের পক্ষে কথা বলে। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে এ সংবাদ মামুন ও জহিরের বন্ধুদের মধ্যে ছড়িয়ে পরলে উভয় গ্রুপের সমর্থকেরা লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়ে পরে। কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়গ্রুপের মামুন, জহির, সৌরভসহ কমপক্ষে ৫জন আহত হয়। গুরুতর আহত মামুন সরদারকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সাত নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর এস.এম ফিরোজ রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছে।