গৌরনদী-আগৈলঝাড়ায় ইভটিজিংয়ের প্রবনতা বৃদ্ধি দু’ছাত্রীর আত্মহত্যা

অপর দিকে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের জগদীশ রায় জানান, তার কন্যা বরিশাল বি.এম কলেজের ছাত্রী কচি রায়কে পার্শ্ববতী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের সজল প্রায়ই প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছে। তিনি কন্যার নিরাপত্তা চেয়ে গতকাল রবিবার আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরি করেছেন। আগৈলঝাড়া থানার এ.এস.আই জাহাঙ্গীর আলম সাধারন ডায়েরির কথা স্বীকার করে বলেন, অভিযুক্ত সজলের বাড়ি অন্য থানায় হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটু সময় লাগবে। 
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বেপারী জানান, বখাটেদের প্রতিবাদ করতে গিয়ে ইতোমধ্যে বখাটেদের হাতে শিক্ষকদের নাজেহাল হতে হয়েছে। আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী মোল্লাপাড়া গ্রামের অমল সরকারের কন্যা মমতা সরকার, সুশেন মন্ডলের কন্যা সুপ্রিয়া মন্ডল, গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মেরীনা আক্তার, গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের একদশ শ্রেনীর ছাত্রী দত্তরাবাদ গ্রামের মোতালেব মাস্টারের কন্যা মুনিয়া আক্তার, মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রোকসানা আক্তার, ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে।
সূত্রমতে, বখাটেদের কটুক্তি ও হুমকির মুখে লোকলজ্জায় গত ১০ মে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী রিমা ও নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় এ গ্রেড প্রাপ্ত মিতালী মন্ডল গত ২৪ মে আত্মহত্যা করে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।