টরকী হাই স্কুলের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

গৌরনদী সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রচীর নির্মান প্রকল্পের টাকা স্কুল পরিচালনা কমিটির সদস্য, আওয়ামীলীগ নেতা ও প্রকল্প চেয়ারম্যান এনায়েত হোসেন খান আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার টরকী বন্দর ভিক্টরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রচীর নির্মানের জন্য ১ লাখ ৪৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়। গত ২০১০ সনের ১৭ সেপ্টেম্বর পরিচালনা কমিটির সভায় স্কুল পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন খানকে সভাপতি ও অপর সদস্য মোশারফ হোসেন সরদার, বুলবুল দেওয়ান, শিক্ষক গুরুদাস গোস্বামীকে সদস্য করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। স্কুল পরিচালনা কমিটি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি সদস্য মোশারফ হোসেন সরদার অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এনায়েত হোসেন খান দুটি চেকের মাধ্যমে ১ লাখ ৪৬ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। টাকা উত্তোলন করে প্রচীর নির্মান না করে কয়েকটি আরসিসি খুটির সাথে তার টেঁনে বেড়া দেয়। এছাড়া নিন্মমানের মালামাল দিয়ে নামেমাত্র একটি গেট করেছেন। এ কাজে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করেন। বাকী লক্ষাধিক টাকা তিনি আত্মসাত করেছেন।

এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাজু আহম্মেদ হারুন আত্মসাতের সত্যতা স্বীকার করে বলেন, এনায়েতকে সাত দিনের সময় দিয়ে গত ২৯ ডিসেম্বর অর্থ ব্যয়ের কাগজপত্রসহ হিসাব জমা দেয়ার জন্য বলা হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন সরদার আরো বলেন, সাত দিনের সময় দিলেও এনায়েত ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিনেও কোন হিসাব নিকাশ দিচ্ছেন না। এ ছাড়া এনায়েত খান স্কুলের প্রধান শিক্ষকের বাসভবন ভাড়ার নামে জুয়ার আসর বসিয়েছে। কিছুদিন পূর্বে স্কুল মাঠের দক্ষিন পাশের ড্রেন ভেঙ্গে ইট বিক্রি করে প্রায় দশ হাজার টাকা স্কুলের তহবিলে জমা না দিয়ে আত্মসাত করেছেন।

অভিযোগ অস্বীকার করে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি এনায়েত হোসেন খান বলেন, প্রকল্পের কাজের বিল ভাউচার অনেক আগেই জমা দেয়া হয়েছে।