সাতক্ষীরায় ভোটার তালিকা হালনাগাদ শুরু ১০ মার্চ

আহসানুর রহমান রাজীব, সাতক্ষীরা ॥ আগামী ১০ মার্চ থেকে সাতক্ষীরায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। প্রায় এক বছরব্যাপি এ কার্যক্রম শুরু হবে কলারোয়া উপজেলা থেকে। প্রতিটি ইউনিয়নে ১০ দিন ধরে তথ্য সংগ্রহের পর নির্ধারিত কেন্দ্রে ভোটারদের ছবি তোলা হবে। প্রতিটি উপজেলায় সর্বোচ্চ তিন মাসের মধ্যে এ কার্যক্রম শেষ হবে। আগামী ২০১৩ সালের জানুয়ারি মাসের মধ্যে সমগ্র জেলায় এ কার্যক্রম শেষ হবে। ২০১৪ সালের ১লা জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারা এই তালিকায় নাম অর্ন্তভূক্ত করতে পারবে। জেলা নির্বাচন অফিস ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এদিকে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ করণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুহাঃ আনোয়ার হোসেন হাওলাদার।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মূকেশ চন্দ্র বিশ্বাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, ইতোপূর্বে সেনাবাহিনীর মাধ্যমে ছবি যুক্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়। বিভিন্ন স্থানে তালিকা প্রণয়নের সময় অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তির জন্য বিচ্ছিন্ন কিছু তৎপরতা লক্ষ্য করা যায়। এছাড়া কোন কোন স্থানে সংখ্যালঘূদের অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ দিতে মহল বিশেষ তৎপরতা সংগঠিত হয়। এসব অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।