প্রবাসী কল্যান ব্যাংকের শাখা এখন বিভাগীয় শহর বরিশালে

খোকন আহম্মেদ হীরা, গৌরনদী ॥ “প্রবাসী কল্যান ব্যাংক”-এর চতুর্থ শাখা এখন দক্ষিণাঞ্চলীয় বিভাগীয় শহর বরিশালে। অনানুষ্ঠানিক ভাবে বরিশালে এ ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল সোমবার (৫ মার্চ) প্রবাসী কল্যান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কেফায়েত উল্লাহ’র স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রবাসী কল্যান ব্যাংকের চলমান কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিদেশ গমনেচ্ছুক বাংলাদেশী কর্মীদের সহজ শর্তে অভিবাসন ঋণ প্রদান, প্রত্যাগত প্রবাসীদের দেশে বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য পূনর্বাসন ঋণ সহায়তা প্রদান এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত ও ব্যয় সাশ্রয়ী পন্থায় রেমিট্যান্স প্রেরন ও প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষ্যে নগরীর কাঠপট্টি রোডের ৩২৩, টাউন মেডিকেল হলের তৃতীয় তলায় গত ১৫ ফেব্র“য়ারি থেকে প্রবাসী কল্যান ব্যাংক বিভাগীয় শহর বরিশালে তাদের কার্যক্রম শুরু করেছে। এ শাখা অফিস থেকে সকল বিদেশ গমনেচ্ছুক ও প্রবাস প্রত্যাগত কর্মীদের ব্যাংকের সেবা গ্রহনের জন্য ব্যাংক কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী এপ্রিল মাসের শেষের দিকে আনুষ্ঠানিভাবে ব্যাংকটি উদ্বোধন করা হবে।