আপরাধ ও শাস্তি…-ওয়াচডগ

তাই হেলিকপ্টারে চড়ে আসার সিদ্ধান্ত নিলেন। খবরটা জানা মাত্রই হৈ চে পরে গেল স্থানীয় প্রশাসনে। কুলিয়ারচরে ল্যান্ড করার মত হেলিপ্যাড নেই। ইতিপূর্বে এর প্রয়োজনও পরে নি। এত বড় আলিশান মানুষ ঘরে আসবে, তাই শুরু হল রাজসিক আয়োজন। একটা নয়, দু’ দুটা অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হল। তা করতে গিয়ে কেটে ফেলা হল শতাধিক গাছ। এর মধ্যে কুলিয়ারচর ডিগ্রী কলেজের শতাধিক গাছ সম্পূর্ণ ভাবে শুইয়ে দেয়া হল মাটিতে। সাথে আরও অনেকগুলোর ডালপালা ছেটে নেংটা করা হল। ৫০-৬০ নারী পুরুষ মিলে পৈশাচিক উন্মেত্ততায় চালালো এই নিধন যজ্ঞ।

রডিন নতুন প্রজন্মের বখে যাওয়া এমন এক তরুণ যার ক্লোন বাংলাদেশের ঘরে ঘরে। এমন কোন পরিবার নেই যেখানে একজন হলেও রডিন নেই। মা-বাবা মাথার ঘাম পায়ে ফেলছেন, রাতের ঘুম হারাম করছেন সন্তানের চিন্তায়। যে সমাজে স্বপ্নের মৃত্যু হয় খুব অল্প বয়সে, ভবিষ্যৎ সমাহিত হয় রাজনীতির পংকিল নদীতে, সে দেশে রডিনের মত তরুণ ইন্টারনেটে আপত্তি মূলক ছবি দেখবে, ছাপাবে, পর্ণ ঘাঁটবে, একাধিক গার্লফ্রেন্ড রাখবে, খুবই কি অস্বাভাবিক? প্রধানমন্ত্রীর প্রবাসী তনয়ের ইতিহাস ঘাঁটলে রডিনের চাইতেও কি খুব একটা ভাল ইতিহাস বেরিয়ে আসবে? এগুলো বয়সের ক্রাইম, যা হতে বিপদগামী তরুণদের বিরত রাখার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের। একটা সরকার কতটা জনমুখী তার মানদণ্ড হতে পারে সমাজে তরুণদের অবস্থান যাচাইয়ের মাধ্যমে। সে বিচারে আমাদের তরুণরা আজ কেন পথের যাত্রী তা কি প্রধানমন্ত্রীর জানা নেই? উচ্ছিষ্টের লোভ দেখিয়ে, রাজনীতির গ্যাঁড়াকলে আটকে যুব সমাজকে পঙ্কিলতার সাত পাকে ঘোরানোর যে অপসংস্কৃতি প্রধানমন্ত্রীর কি তাতে হাত নেই? পাবলিক ফাংশনকে প্রফেশন হিসাবে নিলে বহুমুখী আঘাত সইবার ধৈর্য্য, সহ্য ও ক্ষমতা সাথে নিয়েই আসতে হয়। কার্টুনের ভয়ে প্রযুক্তির টুটি চেপে ধরার নাম সমস্যার সমাধান নয়, এ কেবল শুরু। এত ভয় থাকলে বোরকা পরে ঘরে বসে থাকলেই হয়। দৈনিক ৪ ঘন্টা অঙ্গসজ্জা শেষে নিজকে আকর্ষণীয়া বানিয়ে জনসম্মুখে হাজির হলে কেউ যদি তার বাকা অনুবাদ করে খুব কি অন্যায় হবে?

পরিবেশ সংক্রান্ত মহাসন্মেলনে আমাদের সরকার প্রধান হাজির হয়েছিল বস্তা ভর্তি টাকা লাভের আশায়। উন্নত বিশ্বের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ, তারা পরিবেশ কলুষিত করছে। এবং দাবি, এ অপরাধের মূল্য দিতে হবে। হ্যালো মিঃ জিল্লুর রহমান! কুলিয়ারচর কি আপনার বাবার সম্পত্তি ছিল যে এর গাছপালা নিধন করে আপনার হেলিকপ্টার নামাতে হবে?

রডিন আর জিল্লুর, দুই প্রজন্মের দুই অপরাধী। হাতকড়া লাগানো জরুরী হলে এদের দুজনের হাতেই লাগানো উচিৎ ছিল।

 


Writer : WatchDog

 

Web : www.WatchDog.AmarBlog.cOm