উজিরপুর সংবাদদাতা ॥ আগামী ১২ মার্চ কর্মসূচী সফল করতে বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আঃ হক বালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চান, বানারীপাড়া উপজেলা বিএনপি সভাপতি সালে আহম্মেদ, বরিশাল জেলা সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম শাহীন, বরিশাল কোতয়ালী থানার বিএনপি সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু, উজিরপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মন্নান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন খান, সদর ইউনিয়নের সভাপতি রফিকুজ্জামান লিটন, যুবদলের সম্পাদক পনির খান, ছাত্রদলের সভাপতি সাহাবুদ্দিন আকন সাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান লিখন, শ্রমিক দলের সভাপতি শাহাদৎ হোসেন, কৃষক দলের সভাপতি ফাইজুল হক প্রমূখ। বক্তারা যে কোন বাধা উপেক্ষা করে ১২ মার্চ নিজ খরচে ঢাকায় উপস্থিত হওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।