মুলাদীতে পাচারকালে সরকারি চাল উদ্ধার ॥ ৪ জন আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মুলাদী উপজেলা সদরে চোরাইপথে পাচারকালে থানা পুলিশ ১২৬ টন চাল ভর্তি ট্রলারসহ চারজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।

পুলিশ জানায়, বুধবার সকালে সরকারি গোডাউন থেকে ওএমএস ডিলার ও ডিও ব্যবসায়ী কাজী জসিম উদ্দিন চালগুলো পাচারের উদ্দেশ্যে ট্রলার ভর্তি করে নিয়ে যাওয়ার পথে থানা পুলিশ ট্রলারের মাঝিসহ চারজনকে আটক ও ১২৬টন চাল উদ্ধার করে। সূত্রটি আরো জানিয়েছে, প্রভাবশালী কাজী জসিম দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি চাল পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে বুধবার থানা পুলিশ পাচারের সময় চাল উদ্ধারসহ চারজনকে আটক করে।

এ ব্যাপারে মুলাদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কাজী জসিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ২৫ টন চাল ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নেয়ার সময় আমার ব্যবসায়ীক শত্রুরা পুলিশকে খবর দিয়েছে। ২৫টন চাল ক্রয় করা হলে উদ্ধার করা বাকি ১০১ টন চালের মালিককে এ প্রশ্নের কাজী জসিম কোন সদূত্তর দিতে পারেননি।