কোন সমাবেশ-ই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবেনা -পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী

নিজস্ব সংবাদদাতা ॥ পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, কোন মহাসমাবেশই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবেনা। তাদের বিচার স্বাধীন দেশের মাটিতে বর্তমান সরকারের সময়েই হবে। ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা স্বাধীন দেশে যুদ্ধাপরাধী, রাজাকারদের ঠাঁই হতে পারেনা। ওইসব চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার কাজে সহযোগীতা করার জন্য স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিদের ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার সকাল দশটায় কিংবদন্তীর কথক কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র দু’দিনব্যাপী স্মরণমেলা ও কবির নামে প্রতিষ্ঠিত পাঠাগারের বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্রমন্ত্রী আরো বলেন, দেশে সুস্থ্য ধারার সাংস্কৃতিক মনা রাজনৈতিক ব্যক্তিদের প্রচন্ড অভাব রয়েছে। যেভাবে দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া কথাছিলো তার কিছুই হচ্ছেনা। মন্ত্রী কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র স্মৃতিচারন করতে গিয়ে তার (কবির) লেখা “আমি কিংবদন্তীর কথা বলছি” পুরো কবিতাটি আবৃত্তি করেন। কবির স্মরনে আগামীর প্রতিটি অনুষ্ঠানে মন্ত্রী ব্যক্তিগত ভাবে জড়িত থাকার কথাও উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সর্স্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু-এমপি বলেছেন, জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীদের বিচার কাজে বিঘœ সৃষ্টি করার জন্য দেশের মধ্যে গভীর ষড়যন্ত্র চলছে। ওইসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে পূর্ণরায় ৭১’র মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

কবির গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামে প্রতিষ্ঠিত “কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পাঠাগার”-এর মাঠে দু’দিনব্যাপী স্মরণ মেলা ও কবির নামে প্রতিষ্ঠিত পাঠাগারের বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্টানে পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে কবির ভাই বিশিষ্ট কলামিষ্ট ভাষা সৈনিক সাদেক খান, শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন-এমপি, বাদল খান, কবি বেলাল চৌধুরী, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান, টিভি ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান, ভ্রাতৃজায়া ডাঃ নায়লা খান, সাবেক সচিব সিরাজউদ্দিন আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে স্মরনমেলা উপলক্ষে কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে তিন’শ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

আজ ৯ মার্চ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।