উজিরপুরে নির্মানাধীন কালভার্ট ভেঙ্গেছে দুস্কৃতকারীরা

মিজানুর রহমান মিজান, উজিরপুর ॥ উজিরপুরে হত দরিদ্রদের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীর টাকা দিয়ে বামরাইল ইউনিয়নের আটিপারা গ্রামের একটি পাইপ কালভার্ট নির্মান কাজ শুরু করলে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় আওয়ামীলীওগের নেতা কর্মীরা ভেঙ্গে দিয়েছে বলে স্থানীয় তদারককারীরা অভিযোগ করেছেন।

ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছে। চেয়ারম্যান অভিযোগ করেছেন আ’লীগের নামধারী ক্যাডারা তার ইউনিয়নের উন্নয়ন কাজে প্রায়ই বাধা সৃষ্টি করে। এব্যাপারে অভিযুক্ত বামরাইল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা নূর মোহাম্মদ হাওলাদার ও ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক দেলোয়ার হোসেন জানান ওই রাস্তায় তিনটি কালভার্ট নির্মান করার কথা থাকা স্বত্তেও ইউপি চেয়ারম্যান রাতের আধারে নিুমানের মালামাল দিয়ে একটি কালভার্ট নির্মান শুরু করে। প্রকল্প কমিটির কাছে হিসাব যাতে নাদিতে হয় সে জন্য আবার তারাই ভেঙ্গে আমাদের ফাঁসিয়েছে।