গৌরনদীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ যুদ্ধাপরাধী মুক্ত স্বাধীন বাংলা গড়ার লক্ষ্যে অনতিবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রবিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সহ সর্বস্তুরের জনসাধারন স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, এইচ.এম জয়নাল আবেদীন হাওলাদার, রাজু আহম্মেদ হারুন, আবু সাঈদ নান্টু, গোলাম মনির মিয়া, মতলেব মাতুব্বর, অখিল চন্দ্র দাস, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, য্বুলীগ নেতা আল-আমিন হাওলাদার, লিটন বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, প্রচার সম্পাদক মোঃ স্বপন হাওলাদার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দিপ, ছাত্রলীগ নেতা মামুন মিয়া, সুমন মাহমুদ, রাতুল শরীফ, তুফান, রাজিব মিয়া, আতিক মিয়া প্রমুখ।