বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা ॥ শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ দুটি যান্ত্রিক ত্রুটি দেখিয়ে বরিশাল নৌ বন্দর থেকে সরিয়ে নেয়া হয়েছে। রোববার দুপুরে এমভি সুরভী-৭ ও পারাবত-৭ নামের লঞ্চ দুটি সরিয়ে নেয়া হয়।
সুরভী-৭ লঞ্চের সুপারভাইজার মো. আব্দুল মান্নান বলেন, “লঞ্চে যান্ত্রিক ত্রুটি রয়েছে। এ অবস্থায় লঞ্চ ছাড়া হলে দুর্ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায় আজ (রোববার) লঞ্চ ঢাকা যাবে না। মেরামতের পরই লঞ্চ ছাড়বে। তাই মেরামতের জন্য লঞ্চটি বেলতলা এলাকায় ডকইয়ার্ডে নেয়া হচ্ছে।”

বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, “লঞ্চ মালিক পক্ষ তাদের জানিয়েছেন, লঞ্চে যান্ত্রিক ত্রুটি রয়েছে। তাই দুপুর নাগাদ মালিক পক্ষ বন্দর থেকে তাদের লঞ্চ সরিয়ে নেয়।”

এদিকে দ্বিতীয় দিনের মতো বরিশাল থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের একাধিক কাউন্টারের স্টাফরা জানান, ১২ মার্চ সন্ধ্যার আগে বরিশাল থেকে কোন বাস ছাড়বে না।