বরিশালে জালটাকাসহ একজন আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল  নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে রবিবার রাতে জাল টাকাসহ জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। আটককৃত ফজলুল হক গাজী (৩৫) ফরিদপুরের ভাঙ্গা সদরের কবিরুজ্জামান গাজীর পুত্র। আটককৃতর কাছ থেকে ১০টি পাঁচশত ও ৪টি একহাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিমান বন্দর থানার এস.আই আনোয়ার হোসেন জানায়, পটুয়াখালী থেকে বাসযোগে ফজলুল হক গাজী নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে গাড়ি চালককে একহাজার টাকার একটি নোট দেয়। এ সময় চালক পরীক্ষার নিরিক্ষার মাধ্যমে টাকাটি জাল বলে দাবি করেন। এনিয়ে ফজলুল হক চালকের সাথে বাকবিতন্ডার জড়িয়ে পরলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা তার দেহ তল্লাশী করার চেষ্টাকালে কৌশলে ফজলুল হক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া করে তাকে (ফজলুল হককে) আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ফজলুল হকের সাথে থাকা ব্রিফকেস তল্লাশী করে ১০টি পাঁচশত ও ৩টি একহাজার টাকার জাল নোট উদ্ধার করে।