পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ গঠিত

প্রেস বিজ্ঞপ্তি : ভোরের কাগজের খোন্দকার কাওছার হোসেনকে সভাপতি ও বার্তা২৪ ডটনেট এর মো. মহসিন হোসেনকে সাধারণ সম্পাদক করে “পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ” নামে সাংবাদিকদের একটি নতুন সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় সর্বসম্মতিক্রমে এই ফোরামের একুশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন।

সহ-সভাপতি : মনিরুল ইসলাম-বাংলাবাজার পত্রিকা, ইউসুফ আলী-মাই টিভি, যুগ্ম-সাধারণ সম্পাদক : জাহিদুল ইসলাম রনি- রেডিও আমার, সুজন দে- ভোরের ডাক, সাংগঠনিক সম্পাদক : জেহাদ চৌধুরী-স্বাধীন মত, অর্থ সম্পাদক : খালিদ সাইফুল্লাহ- সংগ্রাম, দফতর সম্পাদক : সুমন প্রামানিক-নবরাজ, প্রচার সম্পাদক : আলমগীর হান্নান- পিটিবি নিউজ, সাংস্কৃতিক সম্পাদক : এএমএস উমর ফারুক, সংবাদ। নির্বাহী সদস্য কামাল উদ্দিন সুমন-সংগ্রাম, কামরুল হাসান-গণকণ্ঠ, শফিকুল ইসলাম সোহাগ-বাংলাদেশ প্রতিদিন
সাজিদ হিটলার-নবরাজ, মহসিন কবির বেস্ট নিউজ, বোরহান উদ্দিন- আরটিএনএন, সেরাজুল ইসলাম সিরাজ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম, নঈম উদ্দিন- বাংলাবাজার পত্রিকা, ঝর্না মনি- ভোরের কাগজ, কাজি মুস্তাফিজুর রহমান-বার্তা২৪ ডটনেট।

উল্লেখ্য, গঠিত এই কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। সদস্য সংগ্রহ শেষে ভোটার তালিকা করে  ২৫ ডিসেম্বর ২০১২ তারিখ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার সিদ্ধান্ত  নেয়া হয়। দৈনিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ-এ রাজনৈতিক বিটে কর্মরত রিপোর্টারগণ এই ফোরামের সদস্য হতে পারবেন। ৩০ নভেম্বর ২০১২ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।  

-প্রেস বিজ্ঞপ্তি