বাটাজোরে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদী উপজেলার বাটাজোর ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পরিমল চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শনিবার সকালে বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাটাজোর ইউনিয়ন মুক্তযোদ্ধা সংসদের কমান্ডার ইসমাত হোসেন রাসু’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক বিশ্বাস, জাকির হোসেন বেপারী, যুদ্ধকালিন কমান্ডার আবুল হাসেম হাওলাদার, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্যাদা, ফরিদউদ্দিন হাওলাদার, সিদ্দিকুর রহমান, আবুল কালাম প্যাদা প্রমূখ। বক্তারা একাত্তরের রাজাকারের পুত্র হামলাকারী দেলোয়ার হোসেন দুলুকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। অন্যথায় তারা কঠোর আন্দোলন করার হুমকি দেন।

উল্লেখ্য, বাটাজোর বাজার ইজারার গুছের টাকার ভাগ না পেয়ে উপজেলা যুবলীগের যৃগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলু গত ৮ মার্চ রাতে বাটাজোর বাজারে হামলা চালিয়ে ইজারাদার ইউনিয়ন যুবলীগের সদস্য উৎপল চক্রবর্তীর পিতা মুক্তিযোদ্ধা পরিমল চক্রবর্তীকে লাঞ্ছিত করে।