ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা ॥ ১৯৫২’র সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার স্মরন সভা, কোরআন খানি, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার সকালে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত স্মরন সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ নুর আলম হাওলাদার। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের  সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ভাইসচেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া, মোঃ সিরাজুল ইসলাম সরদার, কাজী নুরুল মতিন মাসুক, মোঃ মহিউদ্দিন সিকদার, গ্রামীন সাংবাদিক সংগঠনের মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সহসভাপতি মোঃ নাসির উদ্দিন, গৌরনদীর সাপ্তাহিক আলোকিত সময়ের বার্তা সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইসলাম স্বজল, ফাউন্ডেশনের সহ সম্পাদক মোঃ শামছুল হক মাতবর, মোঃ এসকেন্দার সরদার, কাজী আজিজুল হক ঠান্ডা, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা আক্তার, প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সম্পাদক কুতুব উদ্দিন, গাউসিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব, সাংবাদিক বিপ্লব সরকার, উত্তম দাস, সৈয়দ নকিবুল হক।

এ ছাড়া দিনটি উপলক্ষে লাখেরাজ কসবা জামে মসজিদে দোয়া, মিলাদ অনুষ্ঠান ও এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য ২০০৬ সালের ১৯ মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব ঢাকার ধানমিন্ডস্থ বাসায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।