গৌরনদীতে বার্থী তাঁরা মায়ের মন্দিরে বার্ষিক কালীপূজা আজ

গৌরনদী প্রতিনিধি ॥ চার’শো বছরের পুরানো ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে আজ শনিবার বার্ষিক কালীপূজা অনুষ্ঠিত  হবে। পূজা উদযাপন কমিটির সভাপতি মোহন লাল চক্রবর্তী জানান,  পূজা উপলক্ষে মন্দিরকে ব্যাপক আলোক সজ্জায় সজ্জিতসহ নববধুর সাজে সাজানো হয়েছে। মন্দিরের পুরোহিত অনিল মৈত্র পূজা অর্চনা করবেন। চন্ডিপাঠ,  শীতলা মন্দিরে শীতলা পূজা, বলিদান, মায়ের সম্মুখে আরতি প্রতিযোগিতা,  সাংস্কৃতিক অনুষ্ঠিন, বিশ্ব শান্তি কামনায় প্রার্থণা, শিবাভোগ, প্রসাদ বিতারণের মধ্যে দিয়ে শনিবার গভীর রাতে বার্ষিক কালীপূজা সম্পন্ন হবে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মন্দির ভক্ত ২০ সহস্রাধিক নর নারীর সমাগম ঘটবে বলে তিনি জানান।
পূজারদিন নিছিদ্র কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।