বরিশালে গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২০ এপ্রিল ॥ বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে বৃহস্পতিবার রাত তিনটার দিকে ৫ লক্ষ গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করেছে কোষ্টগার্ডের সদস্যরা। এ সময় আটজনকে আটক করা হয়েছে। আটককৃতদের গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার মাহমুদুর রহমান জরিমানা করে ছেড়ে দিয়েছে। উদ্ধারকৃত রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাক জানান, তাদের একটি দল বৃহস্পতিবার রাত তিনটার দিকে বরিশাল নৌ-বন্দরে (লঞ্চ ঘাট এলাকায়) অভিযান চালায়। এ সময় তারা একটি ট্রলার থেকে ৭টি ড্রাম ও পাতিলে রাখা গলদা চিংড়ির প্রায় পাঁচ লাখ রেনু পোনা উদ্ধার করে। এসময় রেনু পোনা পাচারকারী মোঃ মোস্তফা, রুহুল আমিন, আবুল কালাম, মোঃ বাসেদ মিয়া, মোঃ সেলিম, মোস্তফা হাসান, রফিক সিকদার ও শাহবুদ্দিন শেখকে আটক করে। আটককৃতদের গতকাল শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার মাহমুদুর রহমান প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ৩২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করে ছেড়ে দেয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উদ্ধারকৃত রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করেন। কন্টিনজেন্ট কমান্ডার আব্দুর রাজ্জাক আরো জানান, বাগেরহাটের ফকিরহাট উপদ্বীপ ফিশ ট্রেডার্সে নিয়ে যাওয়ার জন্য ভোলা জেলার বোরহান উদ্দিন ও তজুমদ্দিন উপজেলার নদী থেকে গলদা চিংড়ির রেনু পোনা দীর্ঘদিন থেকে একটি চক্র পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাচারকারী চক্রকে আটক করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।