হরতাল – বরিশালে বিএনপির মিছিলে পুলিশের বাঁধা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২২ এপ্রিল ॥ বড় ধরনের কোন সংহিস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে বরিশালের সর্বত্র গতকাল রবিবারের হরতাল পালিত হয়েছে। হরতলের সমর্থনে রবিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামালের নেতৃত্বে আদালত প্রাঙ্গন থেকে বিএনপি সমর্থিত আইনজীবীরা মিছিল বের করার সময় পুলিশের বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। পরে আদালত প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ আবুল হোসেন খান, মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহীন, মহানগর যুবদলের আহবায়ক জিয়া উদ্দিন সিকদার প্রমুখ। সকাল দশটার পর থেকে নগরীতে কিছু কিছু দোকানপাট খুলেছে। অভ্যন্তরীন কয়েকটি রুটে বাস চলাচল করেছে। নৌ-যান চলাচল ছিল স্বাভাবিক।

অপরদিকে হরতাল সফল করতে ভোর রাত থেকেই নগরীর বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃস্টি করেছে পিকেটাররা। ভোরে নগরীর সাগরদি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পরিবহনে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে পিকেটাররা। নগরীর বগুরা রোডে ছাত্রদল ও যুবদলের পিকেটাররা একাধিক রিকসায় অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কাউনিয়া থানা পুলিশ পলাশপুর এলাকা থেকে ফারুক নামের এক যুবদল কর্মীকে আটক করেেেছ। সকাল সাতটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের দোয়ারিকা ব্রীজ সংলগ্ন এলাকায় একটি ট্রাকে হামলা চালিয়ে ভাংচুরসহ ৫ আরোহীকে পিটিয়ে আহত করেছে পিকেটাররা। সকাল সাড়ে সাতটার দিকে জেলা বিএনপির সাধারন সম্পাদক বিলকিস আকতার জাহান শিরিনের নেতৃত্বে নগরীতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। গৌরনদীতে পুলিশের ব্যাপক মহড়ার মাধ্যমে মিছিল বের করতে পারেনি বিএনপির নেতৃবৃন্দরা। ভোর থেকেই পুলিশ বিএনপির অফিসসহ গুরুতপূর্ণ এলাকা ঘিরে রাখে। মিছিল বের করতে না পারলেও গৌরনদী পৌর বিএনপির সভাপতি ও আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা এস.এম মনির-উজ জামান মনিরের নেতৃত্বে সভা করা হয়েছে।

মনির-উজ জামান মনির তার বক্তব্যে বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর সন্ধ্যান সরকারকেই দিতে হবে। কোনক্রমে ইলিয়াস আলীর সন্ধ্যান দিতে ব্যর্থ হলে এবারই আশির দশকের ছাত্রনেতাদের নেতৃত্বে সরকার পতনের জন্য বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারন করেন।