জমে উঠেছে কাঁঠালের বাজার মৌসুমি ফল কেনা-বেচার ধুম

প্রতি বছরের মত এবারও বিবাহিত মেয়ের নতুন স্বামীর বাড়িসহ ,আত্মীয় স্বজনের বাড়িতে মৌসুমি ফসল দেওয়ার উৎসব। কাঁঠাল ও আনারস নিয়ে আসা চাউরুলীয়ার সহিদ আলী, গনকিয়ার মোখলেছ মিয়া, হাজিপুরের সুমন মিয়া, হিঙ্গাজিয়ার পারভেজ মিয়াসহ অনেকেই জানান, সময় মত বৃষ্টিপাত না  হওয়াতে  গত বছরের তুলনায় এবছর ফসলের উৎপাদন কম হয়েছে। তবে চাষীরা খুশি, ফসলের ফলন কম হলেও দাম বেশী থাকায় তা পুষিয়ে যাচ্ছে। বাজারে মাঝারি সাইজের একটি কাঁচা কাঠালের দাম ৩৫ থেকে ৭০ টাকা পর্যন্ত। আনারসের হালি ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত। এখানকার কাঁঠালের কোষ গুলো পুষ্ট থাকে তাই বেশী দামেও ক্রেতারা নিতে চায়। চাষীরা জানান, সরকার থেকে কোন সহযোগিতা  কিংবা মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সময়মত  পরামর্শ না পাওয়ায় ফসল ফলন প্রতি বছরই তুলনামূলক কম হয় । কুলাউড়ার উপজেলার  টিলাগাও, হাজিপুর, শরীফপুর, পৃথিমপাশা, কর্মধা, ব্রাহ্মনবাজার, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের কম করে হলেও ৬০ থেকে ৭০ টি গ্রামে কাঁঠাল উৎপাদন হয়।