বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বরিশালে ঢিলেঢালা পালিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালেও বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আজ প্রথম দিন ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। সকালে পিকেটাররা নগরীর বিভিন্ন স্থানে ৫টি যানবাহনে ভাংচুর করে এবং বিএম কলেজ সড়কে টায়ার জ্বালিয়ে গাছ ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এর পূর্বে শনিবার রাতে নগরীর বান্দ রোডে একটি অটো রিক্সা পুড়িয়ে দিয়েছে পিকেটাররা। রাতে প্রধান সড়কগুলোতে  টায়ারে আগুন জ্বালানো হয়। পিকেটিংয়ের সময় ১১ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

বরিশালে হরতালে সমর্থনে পৃথক দু’টি মিছিল বের করেছে মহানগর ও জেলা বিএনপি। তবে কোন শহিংস ঘটনা ঘটেনি। মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ার এমপির নেতৃত্বে ভোর সাড়ে ৬টায় নগরীর পোর্ট রোড এলাকায় মিছিল করে মহানগর বিএনপি। সকাল ৭টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে চকবাজার এলাকায় মিছিল বের করা হয়। হরতালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর ছিল কঠোর নজরদারী। এছাড়া প্রতিদিনের ন্যায় লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও বরিশাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।