গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ॥ শিশুসহ আহত ১৫

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার বড় কসবা মহল্লায় গতকাল সোমবার দু’গ্র“পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়গ্র“পের এক শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহল্লার আব্দুর রাজ্জাক হাওলাদারের সাথে একই মহল্লার চান্দু হাওলাদারের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। পূর্ব নির্ধারিত তারিখ মোতাবেক গতকাল সোমবার সকালে বিরোধপূর্ণ জমি মাপার কথাছিলো। ওইদিন সকাল সাড়ে এগারোটার দিকে চান্দু হাওলাদারের পুত্র নান্টু হাওলাদারের ভাড়াটিয়া লোকজনে অর্তকিত ভাবে রাজ্জাক ও তার লোকজনদের ওপর হামলা চালায়। এসময় উভয়গ্র“পের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রাজ্জাক হাওলাদার, রাসেদ হাওলাদার, আব্দুল খালেক, দুলু বেগম, মলিনা বেগম, রুমা বেগম, রাশিদা বেগম, দ্বিতীয় শ্রেনীর ছাত্র নিরব হাওলাদারসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।