বরিশাল নগরীর ১০ কোচিং সেন্টারকে কারন দর্শানোর নোটিশ

নিজস্ব সংবাদদাতা ॥ দেয়াল লিখন ও পোষ্টার সাটিয়ে নগরীর সৌন্দর্য্য বিনষ্ট করার অভিযোগে ১০ কোচিং সেন্টার কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ওই কোচিং সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে বিসিসি।

কারন দর্শানোর নোটিশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বিএম কলেজ এলাকার সাইফুল কোচিং সেন্টার, অমৃত লাল দে কলেজ এলাকার ফেইথ কোচিং সেন্টার, বগুরা রোডের ই হক কোচিং সেন্টার, ফকিরবাড়ি রোডে মাতৃছায়া শিশুকানন নিকেতন, স্বপ্নালয় আইডিয়াল স্কুল, ম্যাবস কোচিং সেন্টার, সাউথ ইন্টারন্যাশনাল স্কুল, আল-আমিন কোচিং সেন্টার, প্রান্তিক কোচিং সেন্টার ও রোজভ্যালী কোচিং সেন্টার।

বিসিসির বিজ্ঞাপন শাখার প্রধান কর্মকর্তা মেহেদি হাসান জানিয়েছে, বৃহস্পতিবার ফেইথ কোচিং, সাইফুল কোচিং ও ই হক কোচিং সেন্টার কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। অন্যগুলেকে আগেই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে দেয়াল লিখন মুছে এবং পোষ্টার না উঠানো হলে সংশ্লিষ্ট কোচিং সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে বিসিসি আইন ২০০১ এর ১৫৭ ধারা (উপধারা ৪৩) এর অনুযায়ী মামলা দায়ের করা হবে।

উল্লেখ্য, চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের টার্গেট করে উচ্চ শিক্ষায় ভর্তি পরীক্ষার কোচিং বানিজ্যে নেমেছে প্রায় ২০টি কোচিং সেন্টার প্রতিষ্ঠান। তারা দেয়াল লিখন ও পোষ্টারে ছেয়ে ফেলেছে নগরী।