নিজস্ব সংবাদদাতা ॥ দেশ মাতৃকা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বরিশালের গৌরনদী পৌর এলাকার ৫নং ওয়ার্ড চরগাধাতলী মহল্লায় আধ্যাত্মিক সাধক স্বর্গীয় দেবু ঠাকুরের প্রতিষ্ঠিত সার্বজনীন শ্রী শ্রী তাঁরা মায়ের মন্দিরে ছয় দিনব্যাপী রাধাকৃষ্ণ ও তাঁরা মায়ের পূজা এবং যজ্ঞানুষ্ঠান শুরু হবে আজ সোমবার। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনসহ পাশ্ববর্তী এলাকাকে সাজানো হয়েছে বর্নিল অপরুপ সাজে।
মন্দির কমিটির সাধারন সম্পাদক সুভাষ দেবনাথ শাওন জানান, ছয় দিনব্যাপী পূজা ও যজ্ঞানুষ্ঠান উপলক্ষে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। যারমধ্যে রয়েছে, আজ সোমবার, মঙ্গল ও বুধবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ, বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী রাধা কৃষ্ণ’র পূজা, ভোগ আরতি মহোৎসব ও মহাপ্রসাদ বিতরন, শুক্রবার বিকেলে শ্রী শ্রী গীতাপাঠ ও শ্যামা সঙ্গীত প্রতিযোগীতা। শনিবার সকালে শ্রী শ্রী চন্ডীপাঠ, দুপুরে শ্রী শ্রী রক্ষা ও শ্রী শ্রী শীতলা মায়ের পূজা এবং মহাপ্রসাদ বিতরন। ওইদিন সন্ধ্যায় তাঁরা মায়ের আবাহন কীর্ত্তন আরতি প্রতিযোগীতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও রাত ১২ টা ১ মিনিটে তাঁরা মায়ের পূজা ও যজ্ঞানুষ্ঠান সমাপনান্তে মহাপ্রসাদ বিতরন।