আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলা ভাংচুর ॥ মহিলাসহ ১০ জন আহত

দেলোয়ার সেরনিয়াবাত ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাঁত্রিশিরা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বরের বোনকে স্থানীয় এক বখাটে ও তার সহযোগীরা উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।

আহত সুত্রে জানা গেছে, ওই গ্রামের রশিদ বকতিয়ারের কন্যা আছিয়া খানমের সাথে পার্শ্ববর্তী জয়রামপট্টি গ্রামের সাহেব আলী হাওলাদারের পুত্র নুরুজ্জামানের সামাজিক ভাবে বিয়ের দিন ধার্য্য করা হয় গত শুক্রবার। বিয়ের দিন বরযাত্রীতে আসা বরের বোন মাহিনুর বেগমকে বিভিন্ন ভাবে উত্যক্ত করতে থাকে স্থানীয় বখাটে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা। এ নিয়ে ওইসময় মাহিনুরের স্বামী লিটনের সাথে বখাটেদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ওইসময়ই বখাটে জহিরুল ও তার সহযোগীরা বিয়ে বাড়িতে অর্তকিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ণরায় শনিবার রাতে বখাটে জহিরুলের নেতৃত্বে তার ৮/১০ জন সহযোগীরা দ্বিতীয় দফায় রশিদ বকতিয়ারের বাড়িতে হামলা চালায়। দু’দফা হামলায় মাহিনুর বেগম, লিটন, জোসনা বেগম, নুরুন্নবী, আমিনুর, গুলজান বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হয়।