এসএসসি ২০১২ – বরিশাল শিক্ষা বোর্ডে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই পাস

নিজস্ব সংবাদদাতা ॥ ফলাফলের দিক দিয়ে রেকর্ডের পাশাপাশি এবারের এসএসসি পরীক্ষার রেজাল্টে আরো একটি রেকর্ড করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী বিভাগের ৬ জেলার ১ হাজার ২৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের সবকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পাস করেছে। বরিশাল শিক্ষা বোর্ডেও আওতায় একজন পরীক্ষার্থীও পাস করেনি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। গত বছর শুধুমাত্র বরিশালের মুলাদী উপজেলার চর লাকশামপুর বাজাইশুলী মাধ্যমিক বিদ্যালয়ের কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি।

৮ হাজার ২’শ ১৮ জন অকৃতকার্য :
বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবছর অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ২’শ ১৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। এবছর ৫৫ হাজার ১’শ ১৭ জন পরীক্ষার্থী উর্ত্তীর্ন হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬৩ হাজার ৬’শ ২৬ জন। এদেরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিলো ৬৩ হাজার ৩’শ ৭৯ জন। অসৎ উপায় অবলম্বন করায় পরীক্ষার হল থেকে বহিস্কার হয় ৪৪ জন। তাই নিয়মিত পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস করতে পারেনি ৮ হাজার ২’শ ১৮ জন। অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে ছেলে রয়েছে ৩ হাজার ৯’শ ৬৫ জন এবং মেয়ে ৪ হাজার ২’শ ৫৩ জন।

কমেছে জিপিএ-৫ :
প্রকাশিত ফলাফলে গত বছরের তুলনায় এবছর বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার বেড়েছে ৩ দশমিক ৫৬ ভাগ। এ বছর পাসের হার শতকরা ৮৬ দশমিক ৯৬ ভাগ। গতবছর এর হার ছিলো ৮৩ দশমিক ৪০ ভাগ। তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭’শ ৩০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ছিলো ২ হাজার ৭’শ ৬৬ জন।