আগৈলঝাড়ায় এলজিইডির ব্রিজ ভেঙ্গে ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সিমান্তবর্তী জয়রামপট্টির নারায়নখানা বাজার সংলগ্নস্থানের এলজিইডি বিভাগের জনগুরুত্বপূর্ণ এলাকার ব্রিজ ভেঙ্গে ব্যবসায়ী ও পথচারীসহ ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদের অর্থায়নে এলজিইডি বিভাগের বাস্তবায়নে গত আওয়ামীলীগ সরকারের সময় ওই এলাকার একটি স্লাব ব্রিজ নির্মান করা হয়। ব্রিজটি একাধিকবার সংস্কার করা হলেও কাজের মান নিন্মমানের হওয়ায় গত মঙ্গলবার (৮ মে) রাতে ব্রিজের ওপরদিয়ে ভ্যানযোগে স্থানীয় ব্যবসায়ী প্রদীপ হাজরা ও ভ্যান চালক ওবায়দুল মিয়া যাওয়ার সময় ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। এসময় ব্রিজে থাকা পথচারীসহ ১০জন আহত হয়। গুরুতর আহত প্রদীপ হাজরা ও ওবায়দুল মিয়াকে হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ব্রিজ ভেঙ্গে যাওয়ার খবরটি আমি লোকমুখে আমি শুনেছি। তবে সরেজমিন পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।