নিজস্ব সংবাদদাতা ॥ বখাটে কর্তৃক বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের খীষ্ট্রসম্প্রদায়ের স্কুল শিক্ষিকা মেরী মিস্ত্রিকে যৌণ হয়রানীসহ বিভিন্ন ধরনের উত্যক্তের ঘটনায় বখাটেদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা গত ৬ মে গভীর রাতে শিক্ষিকা মেরী মিস্ত্রিকে ধর্ষণের চেষ্ঠায় ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ করে। মুমুর্ষ অবস্থায় শিক্ষিকা মেরীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৭ মে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো ঘটনার মূলহোতা কিবরিয়া বেপারী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা মামলা উত্তোলনের জন্য বাদি ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে।
বুধবার সকালে এসিড নিক্ষেপকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে এলাকাবাসির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মামলার বাদি ও মেরী মিস্ত্রির স্বামী যোয়াকিম মিস্ত্রী অভিযোগ করেন, মামলা উত্তোলন করা না হলে বখাটে কিবরিয়া বেপারী ও তার লোকজনে তার কন্যা পাপরি মিস্ত্রিকে অপহরনের হুমকি দিয়েছে।