গোল্ডেন জিপিএ-৫ পেয়েও বিপ্লবের ভয় দারিদ্রতা

নিজস্ব সংবাদদাতা ॥ এবারের এসএসসি পরীক্ষায় বানিজ্য বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েও ভয় পোষণ করছে জেলে পরিবারের সন্তান বিপ্লব চন্দ্র দাস। অর্থাভাবে শেষ পর্যন্ত বিপ্লব ভালো কোন কলেজে ভর্তি কিংবা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে কিনা এ নিয়ে মহাদুশ্চিন্তার মধ্যে রয়েছেন বিপ্লবের পরিবার। বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠী গ্রামের জেলে বরুন চন্দ্র দাসের পুত্র বিপ্লব। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনস্থ বাবুগঞ্জের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিপ্লব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাংকার হতে চায়। বিপ্লবের উচ্চ শিক্ষার জন্য তার পরিবার সমাজের মহানুভব সমাজপতিদের কাছে সঠিক পৃষ্ঠপোষকতার জন্য হাত পেতেছেন। অন্যথায় অকালেই ঝড়ে যাবে মেধাবী বিপ্লবের উচ্চ শিক্ষার স্বপ্ন।