নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশের শিশুর সেবায় ওয়ার্ল্ডভিশন (এডিপি) ৪০ বছর পুর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে শিশুদের নিয়ে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস অংশগ্রহন করেন।
র্যালী শেষে এস.এম বালিকা বিদ্যালয়ের হলরুমে এডিপি ম্যানেজার তাপস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম, এসএম বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মালেন্দু বাড়ৈ, এডিপি কর্মকর্তা সুজন ডেভিড গ্যাগরি প্রমুখ।