নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রফিক চোকদারকে আজ বৃহস্পতিবার সকালে মারধর করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে যুবলীগ কর্মীরা। পরবর্তীতে পুলিশ পোস্টার ছেঁড়া মামলায় যুবদল নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে।
জানা গেছে, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের বাংলা নববর্ষের শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে অতিসম্প্রতি যুবদল নেতা রফিক চোকদারের সাথে যুবলীগ নেতা বাবুল খানের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে আজ বৃহস্পতিবার সকালে যুব ও ছাত্রলীগের কর্মীরা উপজেলার মোল্লাবাড়ি বাসষ্ট্যান্ডে বসে রফিক চোকদারকে মারধর করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। পুলিশ পোস্টার ছেড়ার অভিযোগে বাবুল খানের দায়ের করা মামলার প্রধান আসামি রফিক চোকদারকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করে। ওই মামলায় রফিক চোকদারসহ যুব ও ছাত্রদলের ৫ নেতা-কর্মীকে আসামি করা হয়।
অপরদিকে রফিক চোকদারকে হয়রানিমূলক মিথ্যে মামলায় গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি কার্যনর্বাহী কমিটি সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপি কার্যনর্বাহী কমিটি সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মিয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ফকির প্রমুখ। বিবৃতীদাতারা ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারসহ অবিলম্বে রফিক চোকদারের মুক্তির দাবি জানিয়েছেন।