নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী, সুন্দরী গ্রামের আবুল হোসেন খানের কন্যা ও প্রবাসী রনি ভূঁইয়ার স্ত্রী লামিয়া বেগম (২০) আজ মঙ্গলবার সকালে বাবার বাড়িতে বেড়াতে এসে রহস্যজনক কারনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) ফোরকান আহম্মেদ জানান, গৌরনদীর পাশ্ববর্তী কালকিনি উপজেলার মোল্লারহাট গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী রনি ভূঁইয়ার স্ত্রী লামিয়া বেগম (২০)। মঙ্গলবার সকালে সুন্দরদী গ্রামের বাবার বাড়ির শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন লামিয়াকে ঝুঁলন্ত অবস্থায় উদ্ধার করে। পরিবারের লোকজন লামিয়াকে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, লামিয়ার আত্মহত্যার পুরো ঘটনাটি রহস্যজনক।