তিন দিনের আল্টিমেটাম বরিশালে বিদ্যুত অফিস ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ॥ বিদ্যুতের দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। বুধবার সকালে ক্ষুব্ধ গ্রাহকেরা ডিজিএমকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে। এরমধ্যে লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বিদ্যুৎ বঞ্চিত সাধারণ জনগন বরিশালের আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল (গৈলা) অফিস ঘেরাও করেন। এসময় ক্ষুব্ধ গ্রাহকেরা ডিজিএম রঙ্গলাল কর্মকারের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুব্ধ গ্রাহকেরা জানান, লোডশেডিং-এর নামে তাদের সাথে বিদ্যুৎ বিভাগ প্রতারণা করে আসছে। গড়ে প্রতিদিন তারা ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন। তাও একটানা ১৫ কিংবা ৩০ মিনিট।

পল্লী বিদ্যুতের আগৈলঝাড়া জোনাল অফিসের ডিজিএম রঙ্গলাল কর্মকার গ্রাহকদের বিক্ষোভ ও তিনদিনের আল্টিমেটামের সত্যতা স্বীকার করেছেন।