নিজস্ব সংবাদদাতা ॥ জামিন নামঞ্জুর করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাদের জেলহাজতে পাঠানোর প্রতিবাদে বরিশালে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।
বুধবার বিকেলে সাড়ে ৩ টায় বরিশাল নগরীর সদর রোড দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহিনের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে আদালত এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আটক নেতাদের অবিলম্বে মুক্তির দাবি করেন। অন্যথায় বরিশাল অচল করে দেয়ার হুশিয়ারী উচ্চারন করা হয়। গৌরনদী পৌর বিএনপির সভাপতি ও আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা এস.এম মনির-উজ জামান মনির এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা উত্তর যুবদল নেতা গোলাম মোর্শেদ মাসুদের নেতৃত্বে অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।