নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল ও সুন্দরদী এলাকার মেধাবী শিক্ষার্থীদের এলাকাবাসির পক্ষ থেকে শনিবার বিকেলে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় আব্দুল মজিদ প্রি-ক্যাডেট স্কুলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক রোকন উজ জামান রোকনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর ওহাব মোল¬া, বেসরকারি সাহায্য সংস্থা আইডবি¬উএফের নির্বাহী পরিচালক ও টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী তারিকুল ইসলাম দিপু, কাজী আল-আমীন। বক্তব্য রাখেন ইউপি সদস্য গোলাম মোস্তফা সরদার, ইমাম আবুল খায়ের, বারেক মাঝি, সৈয়দ নকিবুল হক প্রমুখ। শেষে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ন ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।