নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর দক্ষিণ পলাশপুর এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত ঘর ও তিনটি অটো রিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে কমপক্ষে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, রাত সাড়ে এগারোটার দিকে পলাশপুর এলাকার বাসিন্দা সোহাগের বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্ট শার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী শাহিন মিয়া ও তফাজ্জলের ঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘন্টাকালব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে উল্লেখিত ব্যক্তিদের তিনটি বসত ঘর ও তিনটি অটো রিক্সা পুরে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।