গৌরনদী সংবাদদাতা ॥ গৌরনদী থানা পুলিশ মঙ্গলবার রাতে ২০ পুড়িয়া হেরোইনসহ বিক্রেতা সাইদুল তালুকদারকে (২৮) গ্রেফতার করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম জানান, মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই মোঃ সাহাবুদ্দিন আহম্মেদ কটকস্থল এলাকায় অভিযান চালিয়ে ২০ পুড়িয়া হেরোইনসহ বিক্রেতা কটকস্থল গ্রামের মৃত সিরাজ তালুকদারের পুত্র সাইদুল তালুকদারকে গ্রেফতার করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।