প্রতিবাদে বিক্ষোভ মিছিল – গৌরনদীতে ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই ছাত্র দল নেতা আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই ছাত্রদল নেতা জখম হয়েছে। মুমুর্ষ অবস্থায় রাব্বি সরদার নামে এক ছাত্রদল নেতাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতদের সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনার জের ধরে অতি সম্প্রতি বার্থী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র সৌরভ খানকে মারধর করে ছাত্রলীগ নেতা ও সরকারি গৌরনদী কলেজের ছাত্র কাওছার হোসেন, আ. ছালাম ও আরিফ। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে কাওছার হোসেন, আ. ছালাম ও আরিফ টরকী বন্দর ওয়াজেদ আলী মার্কেটে আসে। এ সময় সৌরভের বন্ধু গৌরনদী পৌর সভা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাব্বি সরদার ও ছাত্রদল নেতা রুমন সৌরভকে মারধর করার কারন জানতে চায়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাক-বিতান্ডার এক পর্যায়ে রাব্বি ও রুমনকে বেধরক পিটিয়ে মারত্বক ভাবে জখম করে। আহতদের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১০ টার দিকে রাব্বিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে রাব্বির সমর্থরা বিক্ষোভ মিছিল বের হামলাকারীদের গ্রেপ্তারসহ শাস্তির দাবি করেন। এ সময় গোটা বন্দর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।