নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে আজ বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে ত্রিধা বিভক্ত হয়ে যুবদলের নেতৃবৃন্দরা বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।
সকাল দশটায় গৌরনদী বন্দরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী পৌর যুবদলের আহবায়ক ও বরিশাল উত্তর জেলা যুবদল নেতা গোলাম মোর্শেদ মাসুদ। ওই সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নুরু খান, জেলা বিএনপি নেতা কাজী সরোয়ার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামচুল হক মাতুব্বর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম.এ গফুর প্রমুখ। একই সময় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের উত্তরপ্রান্তে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাবেক পৌর কাউন্সিলর ও গৌরনদী পৌর যুবদলের আরেক আহবায়ক জাকির হোসেন শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু।
বক্তব্য রাখেন জেলা উত্তর মহিলা দলের আহবায়ক তাছলিমা বেগম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রিয়াজ উদ্দিন ভুইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মোঃ মাহফুজ প্রমুখ। গৌরনদী বাসষ্ট্যান্ডের দক্ষিণপ্রান্তে আরেক গ্রুপ বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাঁধায় তা পন্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শরীফ জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দ নিয়াজুল হক নাদিম, মোঃ মনির হোসেন প্রমুখ।