বরিশালে স্কুল ছাত্রের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সভা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্র রবিউল ইসলামের হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক মোজাফ্ফর আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আগরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, জাতীয় মানবাধিকার ইউনিটির জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীর নগর সাংবাদিক ইউনিয়নের সভাপতি কে.এম শোয়েব জুয়েল, সাপ্তাহিক আলোকিত সময়ের মফস্বল বার্তা সম্পাদক আমিন মোল্লা, বিশেষ প্রতিনিধি উপেন চন্দ্র মন্ডল, জাহাঙ্গীর নগর সাংবাদিক ইউনিয়নের সম্পাদক বোরহান উদ্দিন তানভির, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইঞ্জিনিয়ারের ভাই মনজুর রহমান বাচ্চু, জাহাঙ্গীর নগর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্পাদক লুৎফুল কবির সবুজ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক মোঃ ছানাউল হক, সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য আমজাদ খান, নিহত রবিউলের মা সাফিয়া বেগম, মামা হাজ্বী ইউনুস, চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান, সহপাঠী আনসার উদ্দিন, সুজয় দাস, আজিজুল ইসলাম প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে স্কুল ছাত্রের হত্যাকারী ঘাতকদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।