নিজস্ব সংবাদদাতা ॥ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রবিবার সকালে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলের নেতৃবৃন্দরা। বেলা এগারোটায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবায়দুল হক চাঁন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান ফারুক, মহানগর যুবদলের আহবায়ক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ। শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।