বিদ্যুৎ অফিস ঘেরাও করাকে কেন্দ্র করে বরিশালে পুলিশের সাথে গ্রাহকদের ধাওয়া পাল্টা ধাওয়া – লাঠিচার্জ

নিজস্ব সংবাদদাতা ॥ একটানা লোডশেডিং বন্ধের প্রতিবাদে লাঠিসোটা নিয়ে শত শত গ্রাহকদের বিক্ষোভ মিছিল শেষে বিদ্যুত অফিস ঘেরাও করে হামলা ভাংচুরের প্রস্তুতি কালে বিক্ষুব্ধদের শান্ত করতে পুলিশ বাঁধা দেয়। এতে বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের সাথে বিক্ষুব্ধদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়াও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে।

জানা গেছে, উপজেলার সরিকল, হোসনাবাদ, পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর, ইসলামপুর, ঠাকুরমল্লিক এলাকায় গত ১৫দিন ধরে একটানা ৩/৪ ঘন্টা করে লোডশেডিং দেয়া হয়। পরে বিদ্যুৎ সরবরাহ করা হলেও তার স্থায়ী হয় সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট। এ ঘটনার প্রতিকার চেয়ে ইতোমধ্যে একাধিকবার বিদ্যুত গ্রাহকেরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। গত ২৪ মে ক্ষুব্ধ গ্রাহকেরা গত ২৪ মে বিক্ষোভ মিছিল করে পল্লী বিদ্যুতের গৌরনদী উপজেলার সরিকল উপ-কেন্দ্র ঘটনাকালব্যাপী ঘেরাও করে রেখেছিলো। ওইসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মধ্যস্থতায় বিক্ষুব্ধদের শান্ত করা হয়। বিষয়টি স্থায়ী সমাধানের জন্য ওই সময় গত ২৭ মে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরিকল তদন্ত কেন্দ্রে সমাধান বৈঠকে বসার কথা বলে বিক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করা হয়েছিলো। কিন্তু সমাধান বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকেরা রবিবার রাত সাড়ে দশটার দিকে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষুব্ধরা পল্লী বিদ্যুতের সরিকল উপ-কেন্দ্রে হামলা চালানোর প্রাক্কালে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই শাহজালাল খলিফার নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন টিপু বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্ঠা চালায়। এসময় বিক্ষুব্ধরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই শাহজালাল খলিফা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।