যৌণ হয়রানীর প্রতিবাদ করায় আগৈলঝাড়ার বড়মাগড়ায় হামলা ও সংঘর্ষে চারজন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ সদ্য এসএসসি পাশ করা বোনকে বিভিন্ন ধরনের যৌণ হয়রানীর প্রতিবাদ করার বখাটে ও তার সহযোগীদের সাথে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড়মাগড়া বাসষ্ট্যান্ডে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসপি পরীক্ষায় পাশ করা ছাত্রী ও বড়া-বাড়ি বড়মাগড়া গ্রামের শিতল বাড়ৈর কন্যা শিল্পী বাড়ৈকে দীর্ঘদিন থেকে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের উত্যক্ত ও যৌণ হয়রানি করে আসছিলো পাশ্ববর্তী উত্তর মাগড়া গ্রামের অখিল রায়ের বখাটে পুত্র রতন রায়। শিল্পী বিষয়টি তার কাকাতো ভাই কলেজ ছাত্র লিটন বাড়ৈকে জানায়। সোমবার রাতে লিটন বাড়ৈ বড়মাগড়া বাসষ্ট্যান্ডে বসে বখাটে রতন রায়কে শ্বাসিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে রতন ও তার সহযোগী সুব্রত লিটন বাড়ৈ ও তার কাকাতো ভাই বিমল বাড়ৈকে মারধর করে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজনে ধাওয়া করে বখাটে রতন ও তার সহযোগী সুব্রতকে মারধর করে। গুরুতর আহত লিটন বাড়ৈ, বিমল বাড়ৈ ও বখাটে রতন রায়কে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।